ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আবারও শেষ মুহূর্তের কপাল পুড়ল বাংলাদেশের

অতিবৃষ্টির কারণে দুইবার পেছানোর পর অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ-সিশেলস ম্যাচ। ভারি মাঠে খেলার স্বাভাবিক গতি না থাকলেও প্রতিপক্ষকে চাপে রেখে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় বাংলাদেশ। কিন্তু বিরতির পর তাদের রক্ষণে বারবার ধরল চিড়। শেষ দিকে গোল হজমের সেই চেনাচরিত চিত্র। যার মাশুল দিয়ে পয়েন্ট খোয়াল মারিও লেমোসের দল।


প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে বুধবার কলম্বোর রেসকোর্স মাঠে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সপ্তদশ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ৮৭তম মিনিটে সমতা ফেরান রশিদ ড্যান ল্যাবরোস।


বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সম্ভাবনা জাগিয়েও জয়ে শুরু পেলেন না লেমোস। সব মিলিয়ে চার ম্যাচ জয়হীন থাকল দল। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারানোর পরের তিন ম্যাচে ভারত ও নেপালের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ; হেরেছিল মালদ্বীপের কাছে।


শ্রীলঙ্কার এই প্রতিযোগিতায় বাংলাদেশের (১৮৭তম) চেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে সিশেলস (১৯৯তম)। দলটির বিপক্ষে জয়ে শুরুর আশাবাদ জানিয়েছিলেন কোচ, খেলোয়াড়রা। কিন্তু চাওয়া পূরণ হলো না।

ads

Our Facebook Page